নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের সাংগু ও মাতামুহুরী রিজার্ভ সংরক্ষণে হেলিকপটারের মাধ্যমে বীজ ছিটানোর উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে লামা বন বিভাগের আওতাধীন আলীকদম উপজেলার বাবুপাড়া এলাকা থেকে শুরু হবে এই কার্যক্রম।
সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় হেলিকপটারের মাধ্যমে বন বিভাগ এই দুটি রিজার্ভ বনের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছের বীজ ছিটাবে।
রোববার (২৯ আগস্ট) রাতে বান্দরবান বন বিভাগের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার জানান, বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন মাতামুহুরী ও থানচি উপজেলার বিস্তীর্ণ সাঙ্গু রিজার্ভের যেসব এলাকায় গাছের সংখ্যা কম সেসব এলাকায় হেলিকপ্টার থেকে বীজ ছিটানো হবে। আপাতত ২০০ কেজি বীজ ছিটানো হবে। এতে গাছের সংখ্যা বৃদ্ধি এবং পরিবেশের উন্নয়ন হবে।
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় প্রধান বনসংরক্ষক, বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি প্রমুখ উপস্থিত থাকবেন।
সান নিউজ/ এমবি