নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: প্রতারণা করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সীমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে সীমা খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার (২৯ আগস্ট) রাতে প্রতারণার অভিযোগে নুরুন্নাহার খাতুন নামে এক ভুক্তভোগী বাদী হয়ে সীমা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
জানা গেছে, ওই উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উত্তর গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন মাতৃত্বকালীন ভাতার একটি কার্ড পেয়েছিলেন। সেই কার্ডের বিপরীতে প্রথমে ৮ হাজার টাকা তোলেন তিনি। সেখান থেকে ৪ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেন সীমা খাতুন নামে ওই নারী ইউপি সদস্য।
পরবর্তীতে ভুক্তভোগী নারী আবার ১০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে সে টাকাও ছিনিয়ে নেন সেই ইউপি সদস্য সীমা। এর প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন ভুক্তভোগী নারী।
রোববার (২৯ আগস্ট) ইউএনও কার্যালয়ে তদন্তে এর সত্যতা মেলে এবং শুনানি শেষে দোষ স্বীকার করে নেন ইউপি সদস্য সীমা খাতুন। তখন তাকে পুলিশের হাতে তুলে দেন ইউএনও। পরবর্তীতে থানায় এজাহার দেন ভুক্তভোগী। এর পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু ঘোষ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি