নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭১ জনের।
সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মোল্লাহাটের জাফর আলী (১০০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৬৪টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৮০ জন, বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ১৮ জন, যশোরে ২৬ জন, নড়াইলে ৭, মাগুরায় ১৩ জন, ঝিনাইদহে ২৬ জন, কুষ্টিয়া ৭৯ জন, চুয়াডাঙ্গায় ২ ও মেহেরপুরে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সান নিউজ/এমকেএইচ