নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৫০২ জন। এছাড়া একই সময়ে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়।
জানা গেছে, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ৮ জনের মধ্যে ফরিদপুরের ৩ জন, রাজবাড়ীর ৩ জন, মাগুরার একজন এবং মাদারীপুরের ১ জন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার দেলোয়ার হোসেন (৯০) ও রাজবাড়ীর বালিয়াকান্দির ইলা রানী (৬৫)।
এছাড়া সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৪৪ জনের মধ্যে ভাঙ্গায় ৩ জন, বোয়ালমারীতে ৩ জন, নগরকান্দায় ১ জন, মধুখালীতে ৯ জন, সদরপুরে ৬ জন, চরভদ্রাসনে ১ জন, সালথায় ১ জন এবং ফরিদপুর সদরে ২০ জন রয়েছেন। আর শনাক্তের হার ১৭.৮৮ শতাংশ।
অন্যদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, হাসপাতালে সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।
সান নিউজ/এমকেএইচ