নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে আরও ১৪ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গে বাকি ৭ জনের প্রাণহানি হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ১ জন, পাবনার ১ জন ও মেহেরপুরের ১ জন রয়েছেন।
এদিকে, রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।
সান নিউজ/এমকেএইচ