নিজস্ব প্রতিনিধি,পঞ্চগড়: পঞ্চগড়ে জুয়াড়িদের আস্তানায় পুলিশের অভিযানে ১৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি বাজারে ফার্মেসীর দোকানের পিছনে জুয়া খেলার সময় তাদের আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
রোববার (২৯ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
জুয়াড়িদের বাড়ি হাড়িভাষা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। আটককৃতরা হলেন- মো. আঃ রশিদ (৩৫), মো. ওলিউর রহমান (৩০), মো. ওমর আলী (৩৬), মো. আবু দাউদ (২২), মো. আবু হানিফ (৪৮), মো. আবু হাসান (২৬), মো. বাবুল হোসেন (২৮), মোঃ বাবুল হোসেন (২৮), মো. শাজাহান আলী (৩২), মো. আবু হানিফ (৩২), মো. আক্কাছ হোসেন (৩২), মো. আজম আলী (৩২), মো. রাজিউল ইসলাম (৩০), মো. ইমরান হোসেন (২০) ও মো. আশরাফুল ইসলাম (৩৫) ।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার হাড়িভাসা বড়বাড়ি বাজার এলাকায় একটি ফার্মেসীর দোকানের পিছনে টিনের চালাঘরে বসে জুয়া খেলছিল। এসময় সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে এসময় ১৩ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়ার বোর্ডে নগদ ৬ হাজার টাকাসহ বিভিন্ন জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয় । পরে ১৮৬৭ সালের জুয়া আইনে শনিবার রাতেই পলাতক জুয়া আসরের মূল হোতা আজিমুল হকসহ ১৬ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, কোন জুয়াড়িদের ছাড় দেয়া হবে না। আমরা জুয়াড়িদের ধরতে অভিযান পরিচালনা করছি। সেই সাথে সকল জনপ্রতিনিধিদের এ বিষয়ে পুলিশকে সহযোগীতা করার জন্য বলা হয়েছে।
সাননিউজ/জেআই