নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার মানিকপীর এলাকায় একটি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে ভেসে গেছে। টানা বৃষ্টি ও পানির চাপের কারণে সংযোগ সড়কটি ভেঙে যায়।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) বেংহারী বনগ্রাম ইউনিয়নের ভক্তেরবাড়ি ব্রিজের সংযোগ সড়কের একপাশ পুরোপুরি ভেঙে যায় এবং আরেকপাশেও ফাটল দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় পথচারী ও যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েন ওই এলাকার হাজারও মানুষ।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, কয়েক দিন ধরে অতিবৃষ্টির কারণে ব্রিজের উত্তর পাশের ১৮ ফুট সংযোগ সড়ক ভেঙে গেছে। দক্ষিণ পাশের সংযোগ সড়কও ভাঙতে শুরু করেছে।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের চলাচলের জন্য আপাতত সেখানে একটি বেইলি ব্রিজের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯-২০১০ অর্থবছরে ওই ব্রিজটি নির্মাণ করা হয়েছিলো। গত অর্থবছরে দুই কোটি টাকা ব্যয়ে এই সড়কের ১১ কিলোমিটার সংস্কার কাজ করা হয়। আপাতত সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
সান নিউজ/ এমবি