নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরে পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে পানি ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মায় পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা, পালেরচর, বিলাশপুর, জাজিরা ইউনিয়ন ও নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, পদ্মার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। তবে আগামী এক সপ্তাহের ভেতরে পানি কমার সম্ভাবনা আছে।
সান নিউজ/ এমবি