নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে এক বিশালাকার মৃত তিমি ভেসে এসেছে। শুক্রবার (২৭ আগস্ট) রাতে এ মৃত তিমিটি ভেসে এসে সৈকতে আটকে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদফতর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলা হচ্ছে। এর আগে তিমির নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে কীভাবে তিমি মাছটি মারা গেছে। তবে তিমিটি প্রায় অর্ধগলিত ছিল।
এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।
সান নিউজ/এমএম