নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না জালসহ এক জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দাশেরজঙ্গল বাজারের মো. মোকলেছ চৌকিদার ও দিলীপ শাহার দোকানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।
পরে এসব জাল স্থানীয় ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, গোসাইরহাট থানার এসআই উদয় পালসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। আটক সুমন শাহা (৩৬) উপজেলার দাশেরজঙ্গল এলাকার দিলিপ শাহার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, সন্ধ্যায় উপজেলার দাসেরজঙ্গল বাজারের মোকলেছ ও দিলীপের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি দোকান থেকে ১০ লাখ মিটার কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এসময় সুমন নামের একজনকে আটক করা হয়। পরে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ আর জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সাননিউজ/ জেআই