নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় নিখোঁজ নৌকা চালক আরজুর (৩০) সন্ধান পাওয়া যায়নি। তবে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর হরদমা জলার মাথা নামক স্থানে নৌকাটির সন্ধান পাওয়া গেছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন নৌকায় রক্তের দাগ রয়েছে। এর আগে বৃহস্পতিবার সিংড়া থেকে নিখোঁজ হন নৌকা চালক আরজু। তিনি উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে।
নিখোঁজ আরজুর পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে মোবাইল ফোনে কথা হয়েছে। চলনবিলের বিলসায় রয়েছেন বলে জানায় আরজু। তারপর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, বৃহস্পতিবার বিকালে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হয় আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার দুপুর ২টার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদী থেকে পরিত্যাক্ত অবস্থায় নৌকাটির সন্ধান পাওয়া যায়। তবে নৌকার মাঝি আরজু মিয়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
এদিকে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত রক্তমাখা নৌকা উদ্ধার হয়েছে। আর নিখোঁজ মাঝিকে খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ