নিজস্ব প্রতিনিধিঃ
হঠাৎ করেই মেঝে ও দেয়াল থেকে পানি উঠা শুরু হয়েছে। এমন অদ্ভুত ঘটনা ঘটছে দিনাজপুরের হিলিতে। বিভিন্ন বাসা বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ও মেঝে ঘেমে স্যাঁতস্যাঁতে হয়ে উঠছে ও পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ এমন অবস্থা দেখে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। শনিবার দুপুর থেকে বিভিন্ন এলাকার বাসা বাড়ি ও দোকানপাটে এমন অবস্থা লক্ষ্য করা গেছে।
হিলির মধ্যবাসুদেপুর মহল্লার এক গৃহিণী জানায়, দুপুরের দিকে হঠাৎ করে মেঝে ঘেমে উঠছে ও দেয়াল থেকে পানি ঝরছে। এমন পরিস্থিতিতে ঘরের সবার মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে।
হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, বিকালের দিকে দেখা যায়, বাজারের প্রায় সব পাকা দোকানেই পুরো মেঝে ঘেমে পানি উঠে আছে। বেশ কয়েকবার পরিষ্কার করলেও আবারও মেঝে ঘেমে উঠছে ও দেয়াল বয়ে পানি ঝরছে। আতংকিত মানুষের মাঝে কিছু কিছু কুসংস্কারও ছড়িয়ে পরেছে বলে জানা যায়। কেউ বলছে বলছে এটা ভূমিকম্পের লক্ষণ আবার কেউ বলছেন আল্লাহর গজবের আলামত।
তবে আবহাওয়া অধিদফতরের দিনাজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বাতাসে খুব বেশী জলীয় বাষ্পের কারণে এরকম হয়ে থাকে। ঘরের ভেতরের তাপমাত্রা যদি ঠাণ্ডা হয় এবং বাইরের তাপমাত্রা যদি খুব গরম হয় তখন এরকম দৃশ্য দেখা যায়। এটি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক বিষয়। এটি নিয়ে আতংকিত হবার কোন কারণ নেই বলে জানান তিনি।
সান নিউজ/ বি.এম.