নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের বিরল প্রজাতির আটটি সেইল ফিশ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে মহিপুর মৎস্য বন্দরে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়।
জানা গেছে, বুধবার (২৫ আগস্ট) বঙ্গোপসাগরে বৈরাগী বয়া এলাকায় ‘এফবি মা বাবার দোয়া’ নামের একটি ট্রলারের জেলেরা মাছগুলো ধরে। ধরাপড়া আটটি মাছের ওজন প্রায় ১২ মণ। মহিপুর বন্দরের আড়তদার পিন্টু ভদ্র মাছগুলো ৪৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। তিনি মাছগুলো কেটে বিক্রি করবেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এলাকার মানুষ পাখি মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।
সান নিউজ/ এমবি