নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধপথে আসা ৪০ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় স্মার্টফোন জব্দসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
গ্রেফতাররা হলেন- বড়ুয়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় ভারতীয় রেডমি কোম্পানির ২০০ পিস স্মার্টফোন ও ১৮০ পিস হেডফোন পাওয়া যায়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির ভেতরে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ মোবাইল সেট ও অন্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/ এমবি