রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২৫ আগস্ট ২০২১ ০৩:০২
সর্বশেষ আপডেট ২৫ আগস্ট ২০২১ ০৩:০২

পাবনায় মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে সদরের নাজিরপুর ও আতাইকুলায় এ সকল দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত চেরু বিশ্বাসের ছেলে আজমত বিশ্বাস (৪৫) ও আতাইকুলার চড়াডাঙ্গা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে ফরমান আলী (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা-ঈশ্বরদী সড়কের নাজিরপুর শহীদ নজরুল ইসলাম হাবু উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষক আজমত বিশ্বাস রাস্তা পার হতে গেল ঈশ্বরদীগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে সুজানগর থেকে চড়াডাঙ্গা যাওয়ার পথে তারাবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় সিএনজির তিনজন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত ফরমানকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশগুলো তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। তবে উভয় পরিবারের কেউ আমাদের থানায় কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস

গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা