নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে আরও ৮ রোহিঙ্গার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে বর্তমানে ২১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হলেন।
শুক্রবার (২২ মে) বিকালে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. সামশু দৌহা এ তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ১৭৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ২৮ জন। অপর ৬ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট প্রয়োজন।
এরমধ্যে ২৬ রোহিঙ্গার নমুনা পরীক্ষা করে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে বর্তমানে ২১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হলেন।
রোহিঙ্গাদের আক্রান্তে সংখ্যা বাড়তে থাকায় কক্সবাজারের ক্যাম্পগুলোতে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। লকডাউন করে দেয়া হয়েছে তাদের ঘর ও আশেপাশের বাড়ি। ক্যাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।