নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে টানা পানি বাড়ায় নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল রয়েছে। ওই পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেকোনো সময় আবার বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এদিকে চলনবিলসহ জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি জমি ও গোচারণ ভূমি তলিয়ে গেছে। সড়ক ও বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন বন্যাকবলিতরা।
সান নিউজ/ এমবি