নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে স্কুলব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২৮) নামে
এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে মাদক আইনে একটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান পঞ্চগড়ের চাকলা ইউনিয়নের জাহেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে, সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের রেলগেট চত্বরে বিক্রির উদ্দেশে গাঁজা নিয়ে আসেন আব্দুল। তিনি পঞ্চগড় থেকে ট্রেনে সান্তাহার আসেন। ট্রেন থেকে নেমে পৌর শহরের রেলগেট চত্বরে একটি চায়ের দোকানে গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা স্কুলব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি