নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে তারা পালিয়ে এসেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের কালন্দর শাহ মাজার গেট এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে সোমবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সুমন কান্তি দে বলেন, এসব রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আটক হওয়া মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলার পর আদালতে তোলা হবে। এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে বোয়ালখালীর কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।
সান নিউজ/এমএম