নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া ও ইমান গোপালপুর ইউনিয়নের কমপক্ষে ৫০টি গ্রামের অন্তত ৭ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
একই সঙ্গে ডিক্রিরচর ইউনিয়নের দুটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। সেখানে কাঁচা-পাকা রাস্তাঘাট, ফসলি জমি ও বসতভিটা ভেঙে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি সাত সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দু-তিনদিন পর থেকে হয়তো পানি কমতে শুরু করবে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা জানান, বন্যার্তদের জন্য ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে।
সান নিউজ/ এমবি