নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ৩ হাজার ২০০ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মঞ্জুরুল হক।
জানা গেছে, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে ধরলা নদীর পানি এখনো বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল ও কাঁচা রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। পাশাপাশি এসব এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন। ফলে নদীপারের মানুষ পড়েছে বিপাকে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মঞ্জুরুল হক জানান, জেলায় ৩ হাজার ২০০ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। তবে দুই-তিন দিনের মধ্যে পানি নেমে গেলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না।
সান নিউজ/ এমবি