নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইরাবাড়ি গ্রামে সেপটিক ট্যাংকে নেমে মো. সোহেল রানা (৪২) ও মো. সোহেল চৌধুরী (৪০) নামে দুই শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) দুপুরে ভাকুর্তা এলাকার চাইরাবাড়ি গ্রামের সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের চাইরাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে সোহেল চৌধুরী ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
জানা গেছে, দুপুরের দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক খুলে পরিষ্কার করতে নিচে নামেন দুলাভাই মো. সোহেল রানা। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে শ্যালক মো. সোহেল চৌধুরী নিচে নামেন। তিনিও উঠে না এলে স্বজনরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভার্কুতা ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম জানান, সেপটিক ট্যাংকটির মুখ দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/ এমবি