নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মুল চর এলাকায় এক রাতের ভাঙনে ১০ ঘর বিলীন হয়ে গেছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার (২২ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
এর আগে গত শুক্রবার রাতে ভাঙন দেখা দিলে ১০টি ঘর নদীতে বিলীন হয়ে যায়। পদ্মা নদীর স্রোত বেড়ে যাওয়ায় এই ভাঙন সৃষ্টি হয়েছে।
দিঘীরপাড় ইউনিয়নের চেয়ারম্যান আরিফ ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই অল্প অল্প করে পদ্মা ভাঙছে। কিন্তু শুক্রবার রাতে এক সঙ্গে ১০টি ঘর নদীতে বিলীন হয়ে যায়। এ নিয়ে গত এক মাসে ৩০টিরও বেশি ঘর পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে।
সান নিউজ/ এমবি