নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিতদের দেয়ার অভিযোগে এক নারী ইউপি সদস্যকে (মেম্বার) আটক করেছে পুলিশ।
রোববার (২২ আগস্ট) দুপুরে গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। এছাড়া চিলারং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতিও তিনি।
জানা গেছে, সদরের চিলারং ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে ২১৭টি। এর মধ্যে আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রাম এলাকায় রয়েছে ৫৬টি। আর এসব ঘরে অসহায় মানুষরা বসবাস করছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিতদের দেয়া হয়েছে বলে ইউএনও‘র কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম। শনিবার (২১ আগস্ট) বিকেলে ওই অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ওই গুচ্ছগ্রামে যাওয়া হয়। সেখানে ইউপি সদস্য রুবি আক্তারের বিরুদ্ধে ভুক্তভোগীদের মারপিট ও তাদের ঘর দখল করে পরিচিতদের দেয়ার অভিযোগ পাওয়া যায়। এ জন্য রুবি আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সান নিউজ/ এমবি