নিজস্ব প্রতিনিধি,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় গোপনে অনুমোদনহীন প্রসাধনী ক্রিম উৎপাদন ও বাজারজাত করায় কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অবস্থিত ম্যাডনা ক্রিম কারখানায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ।
ঘটনা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ম্যাডনা ক্রিম কারখানার মালিক সাদ্দাম হোসেন দীর্ঘদিন থেকে বিএসটিআই'র অনুমোদন ছাড়াই ক্রিম উৎপাদন ও বাজারজাত করে আসছিল। খবর পেয়ে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সাননিউজ/ জেআই