নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে ১৪০০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. তাছেম আলী (৫০) ও শ্রী ধনপতি রায় (৫১) নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব ।
শনিবার (২১ আগস্ট) সকালে তাদের গ্রেফতার করা হয়। বিকেলের দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার তাছেম আলী সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও ধনপতি রায় একই এলাকার পথিনাথ রায়ের ছেলে।
জানা গেছে, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের পুকুরের পাশে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ দেশি চোলাই মদসহ অবস্থান করছে বলে গোপন সংবাদ পায় র্যাব। পরে কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান ও স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সান নিউজ/ এমবি