জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর শহরের আসলাম উদ্দীনের খামারে দুই মাথা আর চার চোখের একটি বকনা বাছুরের জন্ম হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, দুই বছর আগে কিশোরগঞ্জ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটি মা গাভী কিনে এনেছিলেন খামার মালিক আসলাম। ৯ মাস আগে কৃত্রিম বীজের মাধ্যমে গাভীটি গর্ভধারণ করে। গত ১৬ আগস্ট ওই বাছুরটির জন্ম হয়। বর্তমানে বাছুরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। বাছুরটিকে মায়ের দুধ ছাড়াও স্যালাইন ও পাওয়ার জেল খাওয়ানো হচ্ছে।
এদিকে বাছুরটিকে দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। খামার মালিক দর্শনার্থীর জন্য বাছুরটি উন্মুক্ত করে দিয়েছেন।
সান নিউজ/ এমবি