জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের শাহপরীর দ্বীপ এলাকায় জেলের জালে ধরা পড়লো ২৭ কেজি ওজনের কালো পোয়া মাছ।
শনিবার (২১ আগস্ট) ভোরে শাহ আলম নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এটি বিক্রির জন্য কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
শাহ আলম জানান, সমুদ্রে পোয়া মাছ পাওয়া গেলেও এই জাতের এবং এত বড় মাছ খুব একটা পাওয়া যায় না।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কালো পোয়া মাছের পেটের ভেতর 'পদনা' নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে 'ফুলা' বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই 'পদনা' শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে কালো পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।
সান নিউজ/ এমবি