নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা রোগী নিখোঁজের চার দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের ডোবা থেকে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সোনা মিয়া ফকির নামের ওই ব্যক্তির বাড়ি পূর্বআরা চন্ডী গ্রামে।
সোনা মিয়ার ছেলে আব্দুর রহমান ফকির বলেন, হাসপাতালের চিকিৎসকরা দায়িত্বে অবহেলা করেছে। তাদের কারণে আজ আমার বাবা এ পরিণতি। আমি এর বিচার চাই।
জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সোনা মিয়ার ১২ আগস্ট করোনা পরীক্ষা করে পজিটিভ আসে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু ১৭ তারিখ তার পরিবারের লোকজন হাসপাতালে এসে তাকে খুঁজে পায়নি।
এ কর্মকর্তা বলেন, শনিবার সকালে মরদেহটি হাসপাতালে পেছনের ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা আমাদেরকে জানায়। পরে আমরা পুলিশকে খবর দিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর জানা যাবে আসলে কেন বা কীভাবে তার মৃত্যু হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোনা মিয়া ফকিরের ছেলে আব্দুর রহমান ফকির ১৭ তারিখ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে জাজিরা থানায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে প্রকৃত ঘটনা।
সাননিউজ/ জেআই