নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীর একটি পার্কে অবৈধ ড্রেজারের সাহায্যে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ড্রেজারের সাহায্যে পুকুর খননের ফলে পুকুরের আশেপাশের চারিদিকের স্থলভাগের নিচের মাটি সরে গেছে। এতে পার্কে আগত দর্শনার্থীদের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত ‘গাঁও গেরামের পার্ক’। এ পার্কের পেছনের দিকে ড্রেজারের সাহায্যে পুকুর খনন করা হচ্ছে। এতে পুকুরের চারপাশের উপরে মাটির আচ্ছাদন থাকলেও নিচের মাটি সরে গেছে। এমতাবস্থায় যেকোনো সময় পুকুরের পাড় ভেঙে পড়তে পারে এবং ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।
এ ব্যাপারে পার্কের মালিক মীর্জা জাকারিয়া বেগ বলেন, আমি প্রশাসনের অনুমতি নিয়ে পুকুর খনন করছি।
বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
সান নিউজ/এমকেএইচ