নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: চাঁপাইনবাবগঞ্জে প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর, নারায়ণপুর, আলাতুলি, চড়বাগডাংগারের কিছু এলাকা, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, পাকা ও উজিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মূলত আষাঢ়ের টানা বর্ষণ আর পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল নদীর পানি ক্রমশ বেড়েই চলেছে। ইতোমধ্যে জেলায় বন্যা দেখা দিয়েছে। প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। পানির তোড়ে গ্রামের যাতায়াতের রাস্তা ডুবে গেছে।
নারায়ণপুর এলাকার মুহিব বলেন, ‘বন্যার কারণে খাবার, বিশুদ্ধ পানি, গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত খাবারের ব্যবস্থা না করলে হয়তো পরিবার নিয়ে না খেয়ে মারা যাবো।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শরীফ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার ও মহানন্দা নদীতেও ১০ সেন্টিমিটার। বর্তমানে পদ্মায় ২২ দশমিক ২৮ মিটার ও মহানন্দায় ২০ দশমিক ৬৫ মিটার পানি আছে। পদ্মা নদীতে বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫০ মিটার। বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সান নিউজ/ এমবি