নিজস্ব প্রতিবেদক:
এই মুহূর্তে দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের তাণ্ডবে পটুয়াখালীতে এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।
আজ (২০ মে) জেলার পৃথক পৃথক উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
সকালে কলাপাড়ায় উপজেলায় সাধারণ মানুষদের আশ্রয়কেন্দ্রে আনতে ঘিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-সিপিপির টিম লিডার শাহ আলমে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।
নিহত অপর ব্যক্তি গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামের পাঁচ বছরের শিশু রাশাদ। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বিকেলে গাছের ডাল পড়ে মারা যায় সে।
মৃত শিশুর পরিবারকে সরকারি সব সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ রফিকুল ইসলাম।