নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শতশত পণ্যবাহী ট্রাক।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীতে তীব্র স্রোতে ফেরি পারাপারে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের যানবাহন দৌলতদিয়ায় আসায় চাপ বেড়ে গেছে। এ কারণে দৌলতদিয়ায় শতশত পণ্যবাহী ট্রাক ও বাসের লম্বা লাইন দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা।
এছাড়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে দৌলতদিয়া থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ সড়কে আটকে রয়েছে শতশত পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৭ ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরি চললে চাপ কমে যাবে।
সান নিউজ/এমবি