নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙন শুরু হয়েছে। নদীর পানি বাড়ার সাথে সাথে বিকেল থেকেই ভাঙনটি ক্রমশ বড় হচ্ছে। ভাঙন রোধে কাজ শুরু করেছে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
গাবুরা ইউনিয়নের অধিকাংশ বাঁধ খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীতে ধ্বসে গেছে। জোয়ারের পানি অতি মাত্রায় বৃদ্ধি পাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে।
গাবুরা ইউপি চেয়ারম্যান জানান, ‘প্রবল জোয়ারের ফলে বেড়িবাঁধগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভাঙন ঠেকাতে বালির বস্তা দিয়ে কাজ করা হয়েছে। তবে ঝড়ের কারণে কাজ স্থগিত আছে। রাতে পুরো ঝড় আসলে কী হবে আল্লাহ জানেন।’
এছাড়া কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রায় সকল বাঁধে ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু বাঁধ উপচে পানি বইছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ব্লক নদীতে ধসে গেছে অনেক জায়গায়।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নদীতে বড় বড় ঢেউ আসছে। যে কোন সময় প্রবল জোয়ারে ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ করে সমগ্র ইউনিয়ন তলিয়ে মৎস্য ঘের সহ জান মালের ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঝড়ের কবলে পুরো উপজেলাবাসী অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় প্রার্থনা করা ছাড়া তাদের আর কোন উপায় নেই বলে তারা জানান।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুল ইসলাম বলেন, উপজেলা ব্যপী ২২০ দশমিক ৫০ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ড বাঁধের মধ্যে প্রায় ৩০ কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধগুলো পুনঃনির্মাণে ইতিমধ্যেই জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগ দিয়ে কাজ শুরু হয়েছে।