নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুটি বাঁশ ভাল্লুক অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বাঁশ ভাল্লুক দুটি অবমুক্ত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বার্ড ব্রিডিং পার্ক জালালিয়া রোডে অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির দুটি বাঁশ ভাল্লুক, খাটো লেজ বানর ও হিমালয়ান শকুন উদ্ধার করেন বন বিভাগ ও র্যাব সদস্যরা। ১৩ দিন লাউয়াছড়া পশুপাখি সেবা আশ্রমে রেখে প্রাণীগুলো পরিচর্যা করা হয়। মঙ্গলবার দুপুরে লাউয়াছড়ায় বাঁশ ভাল্লুক দুটি অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা (মৌলভীবাজার) মো. রেজাউল করিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি