নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা খালের ওপরে নির্মিত সেতুটি ভেঙে পড়েছে। এতে খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।
সোমবার (১৬ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। অতিদ্রুত সেতুটি সংস্কার করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার আবেদন জানিয়েছে স্থানীয়রা।
জানা গেছে, খোন্তাকাটা এবং রায়েন্দা ইউনিয়নবাসীর যাতায়াতের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। গত বছর ওই সেতুটি একদিকে হেলে পড়েছিলো। সে সময় সংস্কার করে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে গতকাল গভীর রাতে সেতুটি ভেঙে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, অনেকবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতা আর সংস্কারের অভাবেই সেতুটি ভেঙেছে।
বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘কয়েক বছর আগে আমরা সেতুটি পরিত্যক্ত ঘোষণা করি। তখন মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দেওয়া ছিল। সেতুটি অপসারণ করে নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য বিকল্প লোহার সেতুও করা হয়েছিল। এছাড়া এখানে নতুন সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।’
সান নিউজ/ এমবি