নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (১৯ মে) রাত থেকেই সুপার সাইক্লোন 'আম্ফান' বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে। এর প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার চরফ্যাশনের দক্ষিণে একটি গাছের নিচে চাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে দক্ষিণ আইচা থানার প্রধান সড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সকালের দিকে ওই ব্যক্তি বয়স্ক ভাতা আনার জন্য মোটরসাইকেলে করে উপজেলা সদর যাচ্ছিলেন। পথে ঝড়ে একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন এবং মাথায় গভীর আঘাতও ছিল। তাকে অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।