নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল রানা ডালিম (৩৬) নামের স্থানীয় এক সাংবাদিককে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করা হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ আগস্ট) রাতে শহরের ইমার্জেন্সি সড়কের আব্দুল্লাহ সিটি মার্কেটের সামনে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। পরে দ্বিতীয় দফায় সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় তার শরীরে দেড় শতাধিক সেলাই দেয়া হয়েছে। আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা।
আহত সোহেল রানা ডালিম বলেন, অফিসের উদ্দেশে মোটরসাইকেলে বের হই। পথে ইর্মাজেন্সি সড়কের আব্দুল্লাহ সিটি মার্কেটের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ছাত্রলীগ নেতা রাজু আহাম্মদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার সহযোগীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। পরে অটোরিকশা করে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে শুরু করি। এমন সময় কয়েকজন হামলাকারী গালিগালাজ করতে করতে জরুরি বিভাগের মধ্যে ঢুকে আবারও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিল জানান, সাংবাদিক ডালিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তার শরীরে দেড় শতাধিক সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রাজু আহম্মদকে আটক করা হয়েছে। রাজুর সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সান নিউজ/কেএইচ/এমএম