নিজস্ব প্রতিনিধি, ভোলা: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের একজন মহান নেতা। তিনি একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেছেন। তার লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। জীবনের ১২ বছর কারাগারের অন্ধকারে কাটিয়েছেন তিনি।’
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু পৃথিবীর যেখানেই গেছেন, সেখানেই জয় করেছেন তিনি। বঙ্গবন্ধু ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাতির জনককে একনজর দেখার জন্য মানুষ ব্যাকুল হতেন। তার সঙ্গে হাত মেলাতে পারলে নিজেকে ধন্য মনে করতেন।’
ওই আলোচনা সভা শেষে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুল রহমান।
সান নিউজ/ এমবি