নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের মালিকানায় হাশেম ফুড ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সজীব গ্রুপ ওয়াকার্স জাস্টিস কমিটি। একই সময় নিখোঁজ শ্রমিকদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা। সোমবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, গত ৮ জুলাই নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে সজীব গ্রুপের মালিকানাধীন হাসেম ফুডস লিঃ এর কারখানায় অগ্নিকান্ডের ট্রাজেডিতে ৫৪জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক শ্রমিক। অগ্নিকান্ডে শিশু শ্রমিকসহ অনেকে নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, ইতোপূর্বে একাধিক বার হাসেম ফুডস এর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ্রমিক হতাহতের ঘটনাও ঘটেছিল। তারপরও কর্তৃপক্ষ কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেনি।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সজীব গ্রুপ কর্তৃপক্ষের অনিয়মসহ ভবিষ্যতে অগ্নিকান্ড রোধে যে ২০টি সুপারিশ দিয়েছে এইগুলাকে আমরা গঠনমূলক মনে করি। তবে ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ এর পরিমাণ নির্ধারণ করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। সকল শ্রমিকের বকেয়া বেতন, বকেয়া ওভারটাইমসহ তাদের প্রতি মাসের বেতন পরিশাধেরও জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা জানায়, হাসেম ফুডসে অগ্নিকান্ডে শিশু শ্রমিকসহ অনেক শ্রমিক নিখোঁজ রয়েছে। কিন্তু নারায়নগঞ্জ জেলা প্রশাসন তদন্ত কমিটির প্রতিবেদনে এ বিষয়ে কিছু উল্লেখ করেননি। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের নিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তারা।
সান নিউজ/এমএম