নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের রায়পট্টিতে হাটের সব মানুষকে জিম্মি করে একযোগে ১৩ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছয়জন পাহারাদারসহ কমপক্ষে ৪০ থেকে ৫০ জনকে নির্যাতন করা হয়।
রোববার (১৫ আগস্ট) রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
জানা গেছে, শনিবার রাত আড়াইটায় রায়পট্টির ওই হাটে ৩০ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। প্রথমে তারা পাহারাদারদের বেঁধে ফেলেন। এছাড়া বাজারে অন্য যারা ছিলেন তাদের মারধর করে বসিয়ে রাখেন। আতঙ্ক সৃষ্টির পর একে একে ১৩টি দোকান থেকে নগদ প্রায় ৩০ লাখ টাকা ও ৩৫ কার্টুন সিগারেট নিয়ে যায়। ডাকাতি শেষে ভোরের দিকে পালরদী নদী দিয়ে স্পিডবোটযোগে পালিয়ে যায় তারা।
ব্যবসায়ীরা জানান, টরকী বন্দরে শুক্রবার সাপ্তাহিক হাট। শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীদের নগদ টাকা যার যার ক্যাশেই ছিল।
ওসি আফজাল হোসেন জানান, আজকেই মামলা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা আসামি করা হবে। ইতোমধ্যে ঘটনাতদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম কাজ শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। আশা করা যায় দ্রুততার সঙ্গেই ডাকাতদের আইনের আওতায় নিয়ে আসা যাবে।
সান নিউজ/এমবি