নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাদারীপুর আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় ম্যুরালটি উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা। তিনি বলেন, এই প্রথম কোনো আদালত প্রাঙ্গণে জাতির জনকের ম্যুরাল স্থাপন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস, যুগ্ম জেলা ও দায়রা জজ কহিনুর আঞ্জুমান, মো. শরিফুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. সাইদুর রহমান, শহিদুল ইসলাম, ফয়সাল আল মামুন, সিনিয়র সহকারী জজ মো. ফিরোজ মামুন, সহকারী জজ মো. আল আমীন, জেসমিন নাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং, সাধারণ সম্পাদক বাবুল আক্তার সহ আরও অনেকে।
সাননিউজ/ জেআই