নিজস্ব প্রতিনিধি,সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থ্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার (১৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১শ অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ আল-মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আমরা বিজিবির পক্ষ থেকে ২শ জন অসহায় দুস্থ্য ব্যাক্তিকে বিভিন্ন রকম সহযোগীতা করছি। এর মধ্যে সাতক্ষীরায় ১শ, ভোমরায় ৫০ এবং মাদরায় আরও ৫০ জনকে সহয়তা দেওয়া হচ্ছে। আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনায় দেশের প্রত্যেকটি ব্যাটালিয়নে অসহায়, দুস্থ্য ও করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সকল দুর্যোগ-দুঃসময়ে বিজিবি মানুষের পাশে থেকেছে এবং থাকবে। আমাদের এ ধরণের কার্যক্রম অতীতেও হয়েছে ভবিষ্যতেও চলমান থাকবে।
এসময় তিনি বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।
খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সহকারী পরিচালক মাসুদ রানা, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মো. আশরাফুল আলম প্রমুখ।
সাননিউজ/ জেআই