নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ১৪০০ কেজি কাঁচা রাবার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভবানীটেক এলাকায় র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালান। এসময় বিপুল পরিমাণ কাঁচা রাবার জব্দ হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান।
র্যাব কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মধুপুর উপজেলার ভবানীটেকের মামার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সরকারি রাবার বাগান থেকে চুরি করা অপরিশোধিত এক হাজার ৪০০ কেজি কাঁচা রাবার একটি কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয়। এর মূল্য আনুমানিক মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চোররা পালিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। কাভার্ডভ্যানটি জব্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
সামনিউজ/ জেআই