নিজস্ব প্রতিনিধি, যশোর: গত পাঁচদিনে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন।
জানা গেছে, বৃষ্টি ও নিচু জমি পানিতে তলিয়ে যাবার কারণে দেশের বাজারে চার থেকে পাঁচ গুণ বেশি দামে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার ৩৭ টন কাঁচামরিচ স্থলবন্দর দিয়ে দেশে আসে। এ নিয়ে গত পাঁচদিনে এই বন্দর দিয়ে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ আগস্ট (সোমবার) ১২ টন কাঁচামরিচ আমদানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ১০, ১১ ও ১২ আগস্ট যথাক্রমে ৪৫, ২৪ ও ৬০ টন কাঁচামরিচ আমদানি করা হয়।
সাজেদুর রহমান জানান, কাঁচামরিচ আমদানির ফলে দেশের বাজারে পণ্যটির দাম কমবে।
সান নিউজ/ এমবি