নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুৎ দাশ নামে নৌ-পুলিশের এক এএসআইকে করোনার দুই কোম্পানির দুই ডোজ টিকা দেয়া হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনির হোসেন।
এএসআই বিদ্যুৎ দাশ উপজেলার কাকাইলছেওতে নৌ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, গত ১১ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডে প্রথম ডোজ নেন। পরে মজুদ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ হয়। চার মাস পর শুক্রবার (১৩ আগস্ট) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষুদেবার্তা পান। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ নিতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাকে সিনোফার্মার ভেরোসেল প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ টিকা কার্ড নিয়ে দেখেন তাকে সিনোফার্মার ভেরোসেল দেয়া হয়েছে।
ডা. মনির হোসেন বলেন, ‘বিষয়টি সিভিল সার্জন অফিসে অবগত করেছি। তাকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিতে বলা হয়েছে।’
সান নিউজ/ এমবি