নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অতিরিক্ত চাপ এড়াতে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সোমবার (১৮ মে) বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। পরদিন (১৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটেও নতুন করে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
তবে দেশের এই বড় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করলেও রাজধানী ঢাকা থেকে আসা যাত্রীদের ঘাট এলাকায় প্রচণ্ড ভিড় করতে লক্ষ্য করা গেছে।
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও ঘরমুখো যাত্রীরা সিদ্ধান্ত পরিবর্তনের আশায় অপেক্ষায় আছেন।
অন্যদিকে, দৌলতদিয়া ঘাটে সকালেও ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় অল্প কিছু পণ্যবাহী ট্রাক দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে।
ঈদুল ফিতরকে সামনে রেখে গত কয়েক দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের উভয় ঘাঁটে যাত্রীদের ঢল নামে। এ সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি যাত্রীদের। পাশাপাশি ব্যক্তিগত ছোট গাড়ির চাপও বেড়ে যায়। এতে করোনা সংক্রমণের ঝুঁকি দেখা দিলে সোমবার (১৮) মে দুপুরে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সন্ধ্যায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। তবে আজ আবারো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।