নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার টিএন্ডটি সড়কে একটি পরিত্যক্ত ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বকুল বেগম মৃত আব্দুল হাওলাদারের দ্বিতীয় স্ত্রী।
জানা গেছে, শনিবার সকাল থেকে বকুল বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই পরিত্যক্ত ঘর থেকে বকুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/ এমবি