নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার সীমান্তবর্তী এলাকা লাউড়েরগর এলাকায় ৬৫ মিলিমিটার ও দুর্লভপুর পয়েন্টে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গত ২৪ ঘণ্টা ধরে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, দার্জিলিং, আসাম ও মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা জানান, আগামী ৪৮ ঘণ্টা ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেখানে ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জে নদী নদীতে আরও পানি বাড়তে পারে।
সান নিউজ/ এমবি