নিজস্ব প্রতিনিধি, ঈশ্বরদী: বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও স্টেশন প্ল্যাটফর্ম থেকে ১ হাজার যাত্রীকে ফেরত পাঠিয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক দপ্তর। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে পাকশী রেল বিভাগের ঈশ্বরদী জংশনসহ বেশ কয়েকটি স্টেশনে।
শুক্রবার (১৩ আগস্ট) পাকশী রেলওয়ে স্টেশন এ তথ্য নিশ্চত করে।
বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের উপস্থিত ছিলেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, খুলনা স্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার মুজিবুর রহমান, রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম, সান্তাহার স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, পোড়াদহ স্টেশনে শফিকুর রহমান ও নুরুল আলম।
রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগের ছয়টি স্টেশনে আন্তনগর চিত্রা মধুমতি, সুন্দরবন, তিতুমীর, টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটের ১ হাজার যাত্রীকে ফেরত পাঠায় এবং ৩৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ট্রেনে যাত্রী সেবা নিশ্চিত ও আয় বাড়ানোর লক্ষ্যে এ অভিযান নিয়মিত চলবে।
সাননিউজ/ জেআই